Shurer Bashirey

সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না
সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না
ফুল তোলো সুন্দরী কন্যা আউলাইয়া কেশ
আরে ও, কোনবা ঘরে থাকো তুমি, কোনবা তোমার দেশ

সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না
সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না

প্রাণভ্রমরা রে, গুনগুনাইয়া গান গাইয়ো না
প্রাণভ্রমরা রে, গুনগুনাইয়া গান গাইয়ো না
আমার বাড়ি যাইয়ো বন্ধু পশ্চিম বরাবর
আরে ও, উঁচা ভিটা কলার বাগান, পুব দুয়ারে ঘর

প্রাণভ্রমরা রে, গুনগুনাইয়া গান গাইয়ো না

আমার বাড়ি যাইয়ো বন্ধু, বইতে দিমু পিঁড়া
জলপান করিতে দিমু শালি ধানের চিড়া
আউলা ধানের খাসা চিড়া, বিন্নি ধানের খই
আরে ও, গাছে পাকা সবরি কলা, গামছা বাঁধা দই

প্রাণভ্রমরা রে, গুনগুনাইয়া গান গাইয়ো না
প্রাণভ্রমরা রে, গুনগুনাইয়া গান গাইয়ো না

তুমি তো রাজার কন্যা, আমি যে রাখাল
দারোয়ানেরা লাগল পাইলে হটাইবো জঞ্জাল
তোমার বাড়ি দেওয়াল ঘিরা, আমার পরান কাঁপে
আরে ও, জানতে পাইলে আমার মাথা কাটবে তোমার বাপে গো

সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না
সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না

দারোয়ানেরে দিয়া যাইয়ো কাঁধের গামছাখানি
বাপজানের চরণ ধইরা রেহাই চাইবো আমি
বাপেরে প্রার্থিমু আমি, ভয় তো নাহি করি
আরে ও, রেহাই না পাই, তোমায় লইয়া হইমু দেশান্তরী

প্রাণভ্রমরা রে, গুনগুনাইয়া গান গাইয়ো না
প্রাণভ্রমরা রে, গুনগুনাইয়া গান গাইয়ো না

তোমার সনে হইলো তবু ভালাবাসাবাসি
ফুল বাগানে আইসো তুমি বাজাইলে বাঁশি
আসমানে জাগিবে চাঁদ, জাগবে গাঙের ঢেউ
আরে ও, সেই না কালে যাইবো কন্যা, জানবে না আর কেউ রে

সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না
সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না



Credits
Writer(s): Sabina Yasmin
Lyrics powered by www.musixmatch.com

Link