Amal Kamol

অমল কমল সহজে জলের কোলে
আনন্দে রহে ফুটিয়া
ফিরে না সে কভু "আলয় কোথায়" বলে
ধুলায় ধুলায় লুটিয়া
অমল কমল সহজে জলের কোলে
আনন্দে রহে ফুটিয়া

তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত
পূজাশতদল আপনি সে বিকশিত
সব সংশয় টুটিয়া

অমল কমল সহজে জলের কোলে
আনন্দে রহে ফুটিয়া

কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু
শুধাব না কোনো পথিকে
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু
যখন ফিরিব যে দিকে

কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু
শুধাব না কোনো পথিকে
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু
যখন ফিরিব যে দিকে

চলিব যখন তোমার আকাশগেহে
তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে
চলিব যখন তোমার আকাশগেহে
তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে
তোমার পবন সখার মতন স্নেহে
বক্ষে আসিবে ছুটিয়া

অমল কমল সহজে জলের কোলে
আনন্দে রহে ফুটিয়া
ফিরে না সে কভু "আলয় কোথায়" বলে
ধুলায় ধুলায় লুটিয়া
অমল কমল সহজে জলের কোলে
আনন্দে রহে ফুটিয়া



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link