Mon Poboner Isharay

মন পবনের ইশারায়
নাচে যে মায়ুর
আলো আর আঁধারিত
চাঁদনী রাতে নদী
জলে যে বাজে নুপুর
মন পবনের ইশারায়
নাচে যে মায়ুর
আলো আর আঁধারিত
চাঁদনী রাতে নদী
জলে যে বাজে নুপুর

দেখে যা, শুনে যা
কতো গল্প যে সুরে সুরে
রাত, কেটে যা
ওই মন মোহনাতে ঘিরে
মন পবনের ইশারায়

জ্বলে যে জোনাকি আজ
বাতাসের তালে তালে
জেগে ওঠে বৈশাখীর হাওয়া
পাখিদের কলতান
ঘরে ফেরার পালা
দিন শেষে কিছু ফীরে পাওয়া
শহরের রোশনাই
রঙিন পাথর ঘিরে
একা মন বাঁধে আশা
আলোয় ভেজা পথ
হাজার ভিড়ের মাঝে
একাকী মনের বাসা

দেখে যা, শুনে যা
কতো গল্প যে সুরে সুরে
রাত, কেটে যা
ওই মন মোহনাতে ঘিরে



Credits
Writer(s): Iman Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link