Aaj Swopno Sukher (Original)

আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে
কাছে নামলো আকাশ দু'হাতে
আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে
কাছে নামলো আকাশ দু'হাতে
মেঘ ভাঙ্গা চাঁদ দেবে উঁকি
মানে না, মানে না তবু মন
হতে মধুরাত কতো বাকি?
মানে না, মানে না, মানে না
দেরি মন হায়
আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে
কাছে নামলো আকাশ দু'হাতে

ভালোলাগা কোনোদিন এভাবে
ভালোবাসা হবে মন বোঝেনি
ও হৃদয়েই ছিলো প্রেম লুকিয়ে
এতো করে বুঝি তাকে খোঁজো নি
এই হাওয়া, এই চাওয়া
শুধু চাইছি ছোঁয়া
ও মানে না, মানে না, মানে না
দেরি মন হায়

আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে
কাছে নামলো আকাশ দু'হাতে
মেঘ ভাঙ্গা চাঁদ দেবে উঁকি
মানে না, মানে না তবু মন
হতে মধুরাত কতো বাকি?
মানে না, মানে না দেরি মন

ও স্বপ্নের পথে চলে তুমি যে
ধীরে ধীরে এলে এই জীবনে
আজ প্রেম চায় না তো থামি যে
এসো আরো কাছে আসি দু'জনে
এই চাওয়া, এই পাওয়া
আরোও চাই সেই ছোঁয়া
ও মানে না, মানে না, মানে না
দেরি মন হায়

আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে
কাছে নামলো আকাশ দুহাতে
মেঘ ভাঙ্গা চাঁদ দেবে উঁকি
ও মানে না, মানে না তবু মন
হতে মধুরাত কতো বাকি?
মানে না, মানে না দেরি মন



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link