Jodi Raaji hosh-Lofi

দূরে দূর বহুদূর খালি তুই চলে যাস
তাও দেখ আমারই পথে থমকে দাঁড়াস

গায়ে কাঁটা দিতেই মন হাঁটা দিলো
তোর দেশে, তোর গাঁয়ে, তোর পাড়ায়

ভুলে গিয়ে দোষ করে নে আপস
আমার সাথে তুই, যদি রাজি হোস
মাঝে মাঝে তোর ভাঙাবো আদর
ভুলে গিয়ে রাত, ভুলে গিয়ে ভোর

কথামতো যদি হতো
একদিন সে রকম, সে নরম
আশা দে তুই, ভালোবাসা দে তুই
সাতরঙা আকাশের মতো মন

গায়ে কাঁটা দিতেই মন হাঁটা দিলো
তোর দেশে, তোর গাঁয়ে, তোর পাড়ায়

ভুলে গিয়ে দোষ করে নে আপস
আমার সাথে তুই, যদি রাজি হোস

হাসলে এমন কি আর থাকে মন
ঘরেতে, পড়ে সে জ্বরেতে
সময় করে বল, এত চলাচল
তোর ধারে, তোর পাশে করে কে

গায়ে কাঁটা দিতেই মন হাঁটা দিলো
তোর দেশে, তোর গাঁয়ে, তোর পাড়ায়

ভুলে গিয়ে দোষ করে নে আপস
আমার সাথে তুই, যদি রাজি হোস
মাঝে মাঝে তোর ভাঙাবো আদর
ভুলে গিয়ে রাত, ভুলে গিয়ে ভোর



Credits
Writer(s): Prasen, Dev Sen
Lyrics powered by www.musixmatch.com

Link