Kadiye Ja

যত ভাবি তোর কথা,
চোখ ততোই ভিজে যায়
দিশেহারা হয়ে আমি
একা কাঁদি অসহায়
তুই চাইলে কি পারতিস না
ফিরে আসতে এ বুকে আবার
যা রে কাঁদিয়ে যা না,
বুকটা চিরে যা না
যা রে কাঁদিয়ে যা না,
বুকটা চিরে যা না

জমানো ব্যাথা গুলো
আছে কত বাকি
তুই চলে যাওয়ার পরেও
আমি একাকী
জমানো ব্যাথা গুলো
আছে কত বাকি
তুই চলে যাওয়ার পরেও
আমি একাকী
তুই চাইলে কি পারতিস না
মুছে দিতে এ কান্না আমার
যা রে কাঁদিয়ে যা না
বুকটা চিরে যা না
যা রে কাঁদিয়ে যা না
বুকটা চিরে যা না

আমি না হয় কথা বলে গেছি
বোকা বোকা কিছু তোর সাথে
না জেনে ভুল করেছি তাই
বুক ফেটে কান্না আসে
আমি না হয় কথা বলে গেছি
বোকা বোকা কিছু তোর সাথে
জানি মরণ তবু ছুটে গেছি
না ভেবে বারবার তোর কাছে
তুই চাইলে কি পারতিস না
ফিরে আসতে এ বুকে আবার
যা রে কাঁদিয়ে যা না,
বুকটা চিরে যা না
যা রে কাঁদিয়ে যা না,
বুকটা চিরে যা না
যা রে যা কাঁদিয়ে যা আবারো হারিয়ে যা, সীমানা ছাড়িয়ে যা রে যা
যা রে যা কাঁদিয়ে যা আবারো হারিয়ে যা, সীমানা ছাড়িয়ে যা রে যা



Credits
Writer(s): Badal Pal, Rajat Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link