Ashol Lok

দেখো সেনার ফসল ফলায় যারা
পায় কি তারা ন্যায্য কদর
তাদের সবাই ভুলেই থাকে
দিন শেষে তারা আসল লোক
(আসল লোক)

দেখো সেনার ফসল ফলায় যারা
পায় কি তারা ন্যায্য কদর
তাদের সবাই ভুলেই থাকে
দিন শেষে তারা আসল লোক
(আসল লোক)

রাত দিন কতো পরিশ্রমে
বিপর্যয়কে সঙ্গে নিয়ে
থাকে উৎপাদনের খুশির ছলে
দিন শেষে তারা আসল লোক

GDP আর GST তে গুলিয়ে উঠছে সব
নেতা মন্ত্রী সবাই প্রবচনে ব্যাস্ত
কিছু মিডিয়ার হাই প্রোফাইল কাজ করে অভ্যাস
কৃষক আন্দোলনে তাদের সময় নষ্ট

কেউ কি খবর নিয়েছো তারা কিভাবে আছে
কিভাবে দিনযাপন করে
কেউ কি ভেবে দেখেছো তারা কিভাবে ফলায়
যে ফসলে তুমি আমি বেঁচে

তাই প্রনাম জানাও তাদের তারাই তো ভগবান
তারা হাল ছেড়ে দিলে করবে কি তুমি
অনাহারে দিতে হবে প্রান
তারা টিকিয়ে রেখেছে অস্তিত্বের সামঞ্জস্যতা

দেখো সেনার ফসল ফলায় যারা
পায় কি তারা ন্যায্য কদর
তাদের সবাই ভুলেই থাকে
দিন শেষে তারা আসল লোক

দিন শেষে তারা আসল লোক



Credits
Writer(s): Koushik Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link