Nosto

কিরে?
ভালো আছিস?
কেনইবা ভালো থাকবি না বল?
ভালোইতো আছিস
চলে যাচ্ছে বল?

এভাবেই যেন সবকিছু চলবে
আশা ভাষা সব নিমেষেই গলবে
জীবনটা কোনো শেষ পথে ঠেকবে
ভেসে ভেসে যায়, সব পুড়ে মরে খায়

এভাবেই সব চলছেতো boss
পরিবর্তন বলে হাসবি না boss
সমাজের স্বাদটাও খুব একঘেয়ে
বিষ মাখা সন্দেশ খায় চিল্লিয়ে

সাহিত্য ইতিহাস ভাঙচুর করে
গর্বেতে ছাতি ভরে বাচি ক্যান্সারে
এভাবেই সবকিছূ চলছেতো boss
অদ্ভুত সাগরে ভেসে আছি boss

অভাবে স্বভাবে চুরি করে সবাই
ফাঁক পেলে গোজা দিতে ছুতে আসে সবাই
Contraceptive এরও date শেষ ভাই
টেনশন এর emi চেপে ধরে, আয়

সকাল সন্ধ্যে নিমেষে কেটে যায়
কষ্টের সাদা জল ঠোঁটকে ভেজায়
আবেগের ছুটোছুটি ভুল করে কারা?
অভিমানী অতিজ্ঞানী blame করে তারা

কারা?
তারা!
বুঝলি?
বুঝলি না?
আরেহ! আস্তে আস্তে বুঝবি
জ্ঞান হলে বুঝবি
ঠিক বুঝে যাবি

এভাবেই যেন সবকিছু চলছে
আশা ভাষা সব নিমেষেই গলবে
জীবনটা কোনো শেষ পথে ঠেকবে
ভেসে ভেসে যায়, সব পুড়ে মরে যায়

সবাইতো চলে যাবে অবশেষে একা
Promise এর শাড়ি ছেড়ে যুক্তিতে ঢাকা
পুরোনো পাহাড় হবে নব পরিচয়
তোর ভালোটাও ডুবে যাবে ব্যস্ত হৃদয়

এদিক, ওদিক, সেদিক, তুই ছুটে যাবি
শ্রমীক, বণিক, গরিব, স্মৃতির ভরাডুবি
আগে যদি জানতাম, তাঁর কাটা যায়
যুক্তির ছুরি মেরে পালাতাম ভাই

আনাচে কানাচে ঘুরি, পথ গুলো বাঁকা
দায়িত্বের পরিভাষা দেওয়ালেতে আঁকা
শরীরের ছাপগুলো পরিণত আকাশ
ডানাকাটা পরী, তার প্রতিদিন ক্লাস

এর পরিণতি ভোগ হবে শেষকাল জুড়ে
সব জ্ঞান ভেঙে যাবে, চোখ যাবে খুলে
কেউ থাকবেনা ব্যাথা হলে অসহায় মনে
একাবসে কাঁদবি তুই, ইতিহাস ভেবে

একাবসে কাঁদবি তুই
বুঝলি?
একজনতো দেখছে উপর থেকে নাকি?

এভাবেই যেন সবকিছু চলবে
আশা ভাষা সব নিমেষেই গলবে
জীবনটা কোনো শেষ পথে ঠেকবে
ভেসে ভেসে যায়, সব পুড়ে মরে যায়



Credits
Writer(s): Tanmoy Guha
Lyrics powered by www.musixmatch.com

Link