Chalo Paltai Title Track (Original)

শিখছি দৌড়ে ছুটে চলা
শিখছি কঠিন কথা বলা
সহজ কথার মনে শিখছি না
বইয়ের ওজন টানতে টানতে
যাচ্ছি ভুলে নীয়ম ভাঙতে
পেরেক প্রাচীর ঘেরা জেলখানায়

মুখ বেঁধে রাখলেও আমাদের গান থামবে না
এখন অনেক হলো আর আটকাতে পারবে না
মুখ লুকিয়ে থাকতে দেবোনা,
তাই,
চলো চলো চলো চলো পাল্টে যাই
জং ধরা এই মাথার ভিতর
চিন্তা গুলো পাল্টে ফেলে
চাইছি আমার বুকের আগুন
তোমার বুকে উঠুক জ্বলে
মুখ লুকিয়ে থাকতে দেবো না

গিলছি সবই চর্ব-চস্য
দুহাত ভরে শুধুই ভস্য
জেলুসিলেও হজম হচ্ছেনা
ভীষণ সরু গলি ধরে
ইদুর দৌড়ের মন্ত্র পড়ে
ফিরিয়ে নেবার সময় পাচ্ছিনা

মুখ বেঁধে রাখলেও আমাদের গান থামবে না
এখন অনেক হলো আর আটকাতে পারবে না
মুখ লুকিয়ে থাকতে দেবোনা,
তাই,
চলো চলো চলো চলো পাল্টে যাই
জং ধরা এই মাথার ভিতর
চিন্তা গুলো পাল্টে ফেলে
চাইছি আমার বুকের আগুন
তোমার বুকে উঠুক জ্বলে
মুখ লুকিয়ে থাকতে দেবো না

চলো চলো চলো চলো পাল্টে যাই
চলো চলো চলো চলো পাল্টে যাই
চলো চলো চলো চলো পাল্টে যাই
চলো চলো চলো চলো পাল্টে যাই

জং ধরা এই মাথার ভিতর
চিন্তা গুলো পাল্টে ফেলে
চাইছি আমার বুকের আগুন
তোমার বুকে উঠুক জ্বলে
মুখ লুকিয়ে থাকতে দেবো না

(সমাপ্ত)



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link