Tor Chokhe Kajol - 1 Min Music

তোর চোখে কাজল কাজল
রঙ ভাসে কোন দরিয়ায়?
উড়িয়ে আজ ভালোবাসার
রূপকথা কে লিখে যায়?
মনের সাথে সন্ধি করে
বন্দি করে নিয়ে যায়

কোন ঝড়েতে ভাঙলো সেদিন আগল সে ছিল যত
দুষ্টু ঠোঁটের রঙবাহারে হারালো কথা কত
জানা-অজানা দূর সে সীমানায়
ডাকে যে আয় চলে আয়

তোর চোখে কাজল কাজল
রঙ ভাসে কোন দরিয়ায়?
উড়িয়ে আজ ভালোবাসার
রূপকথা কে লিখে যায়?



Credits
Writer(s): Bickram Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link