AAT TA BAJE DERI KORISH NA

ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেজে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না

রুপালী মাছের মতো গরু পাহাড়ে
কালো দিঘির কালো জলে রূপের বাহারে
রূপের বাহারে, রূপের বাহারে
রুপালী মাছের মতো গরু পাহাড়ে
কালো দিঘির কালো জলে রূপের বাহারে
রূপের বাহারে রূপের বাহারে
ও তোর ভোরের সুরুজ
ও তোর ভোরের সুরুজ
কপালে তোর সিদুর হয়ে যাবে গো
কারো দিকে নজর লাগাসনা
ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেজে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না

ইলিশ মাছের কাঁটা ভালো
চিংড়ি মাছের টক
সাত টাকাতে কিনবে লোকে
গিলবে গবা গব
গিলবে গবা গব
গিলবে গবা গব
ইলিশ মাছের কাঁটা ভালো
চিংড়ি মাছের টক
সাত টাকাতে কিনবে লোকে
গিলবে গবা গব
গিলবে গবা গব
গিলবে গবা গব
ও তোর কচি পোনা
ও তোর কচি পোনা
বেছে বেছে হাটে বেচা হবে গো
চুনো পুঁঠি আর বেচিস না
চুনো পুঁঠি আর বেচিস না
ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেজে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না



Credits
Writer(s): Collected Collected
Lyrics powered by www.musixmatch.com

Link