Mamo Dukher Sadhon

মম দুঃখের সাধন
যবে করিনু নিবেদন
তব চরণতলে
শুভলগন গেল চলে
প্রেমের অভিষেক কেন হল না
তব নয়নজলে
মম দুঃখের সাধন

রসের ধারা নামিল না
বিরহে তাপের দিনে
রসের ধারা নামিল না
বিরহে তাপের দিনে
ফুল গেল শুকায়ে
মালা পরানো হল না তব গলে

মম দুঃখের সাধন

মনে হয়েছিল দেখেছিনু করুণা
তব আঁখিনিমেষে গেল সে ভেসে
মনে হয়েছিল দেখেছিনু করুণা
তব আঁখিনিমেষে গেল সে ভেসে
যদি দিতে বেদনার দান
আপনি পেতে তারে ফিরে অমৃতফলে

মম দুঃখের সাধন
যবে করিনু নিবেদন
তব চরণতলে
শুভলগন গেল চলে
প্রেমের অভিষেক কেন হল না
তব নয়নজলে
মম দুঃখের সাধন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link