Jayo Jayo Paroma Niskriti

জয় জয় পরমা নিষ্কৃতি হে, নমি নমি
জয় জয় পরমা নিরবৃতি হে, নমি নমি
জয় জয় পরমা নিষ্কৃতি হে, নমি নমি

নমি নমি তোমারে হে অকস্মাৎ
গ্রন্থিচ্ছদন খরসংঘাত
নমি নমি তোমারে হে অকস্মাৎ
গ্রন্থিচ্ছদন খরসংঘাত

লুপ্তি, সুপ্তি, বিস্মৃতি হে, নমি নমি
অশ্রুশ্রাবণপ্লাবন হে, নমি নমি
পাপক্ষালন পাবন হে, নমি নমি
সব ভয় ভ্রম ভাবনার
চরমা আবৃতি হে, নমি নমি

জয় জয় পরমা নিষ্কৃতি হে, নমি নমি
জয় জয় পরমা নিরবৃতি হে, নমি নমি
জয় জয় পরমা নিষ্কৃতি হে, নমি নমি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link