Ohe Sundor Momo Grihe

ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি
ওহে সুন্দর
রেখেছি কনকমন্দিরে
রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি
ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি
ওহে সুন্দর

তুমি এসো হৃদে এসো
তুমি এসো হৃদে এসো
হৃদিবল্লভ হৃদয়েশ
হৃদিবল্লভ হৃদয়েশ
মম অশ্রুনেত্রে কর বরিষন
করুণ-হাস্যভাতি

ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি
ওহে সুন্দর

তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলডালা
তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলডালা
আমি সকল কুঞ্জকানন ফিরি এনেছি যূথী জাতি
আমি সকল কুঞ্জকানন ফিরি এনেছি যূথী জাতি

তব পদতললীনা আমি বাজাব স্বর্ণবীণা
তব পদতললীনা আমি বাজাব স্বর্ণবীণা
বরণ করিয়া লব তোমারে মম মানসসাথি

ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি
ওহে সুন্দর
রেখেছি কনকমন্দিরে
রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি
ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি
ওহে সুন্দর



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link