Tui Chhnuli Jokhon

এই মনের গহীনে কে যেন ডেকে যায়
কার্নিশে ভেজা রোদ কত কি বলে যায়?
খুব একা যেন এ ফেলে আসা মন
তোর নিবিড়ে হারায়
তুই ছুঁলি যখন

এই মন বোঝে শুধু দুচোখের নীরবতা
স্মৃতি জমে জমে হয়ে গেছে রূপকথা।
তোর নামে যদি ফিরে আসে সময়
চেনা স্রোতে ভেসে মন
ডুবে যাবে অথই।

আছি তোর অপেক্ষায়
আসবি তুই কবে আবার?
খুঁজি শুধু তোকেই
সব ভুলে আমি কার?



Credits
Writer(s): Utpal Das
Lyrics powered by www.musixmatch.com

Link