Jhora Pata

ঝরে যাওয়া পাতা আমি
কুঁড়ানোর কেউ নেই।
উড়ে উড়ে কেন বেড়াই
ঠিকানা যে জানা নেই।

আমি আছি আমার মত
ভালোবাসার কেউ নেই।
ঝরা পাতা ঝরছি আমি
পাশে আজ কেউ নেই।

কেনো বলো একা একা লাগে না ভালো।
থেকো না গো দূরে দূরে কিছু তো বলো।

তুমিও আছো তোমার মত
ভাল থাকার চেষ্টায়।
ঝরা পাতার মত তুমিও
যেও না ঝরে শেষটায়।

রয়ে যাবে শুধু শুধু
আসা যাওয়ার গল্প গুলি।
ঝরবো দু'জন একি সাথে
ঝড়ে যাবে শত কথার ঝুলি।

কেনো বলো একা একা লাগে না ভালো।
থেকো না গো দূরে দূরে কিছু তো বলো।

নেই ভাল,কেউ নেই ভালো
হারিয়ে গেছে সব আলো।
দু-হাতে হাত রেখে
চলো নিভে দেই শত কালো।
ভেসে ভেসে যাবো দূরে
মেঘেদের ডানায় চরে।
তুমি এসে হাতটি ধরো
কোনো এক কাক ডাকা ভোরে।

কেনো বলো একা একা লাগে না ভালো।
থেকো না গো দূরে দূরে কিছু তো বলো।



Credits
Writer(s): Nezamuddin Rony
Lyrics powered by www.musixmatch.com

Link