Valobasar Michil

তোমার জন্য সহস্র যুবক
ভালবাসার স্লোগান নিয়ে নেমেছে রাজপথে
শহর জুড়ে চলছে ভালবাসার মিছিল।

নগরীর অলিতে-গলিতে বেঁধেছে
সংঘর্ষ সংঘর্ষ সংঘর্ষ সংঘর্ষ।

দফায় দফায় চলছে দাঙ্গা
খুন হয়ে যাচ্ছে প্রেমিকের ভালবাসা

লাশ হয়ে ফিরছে শত শত যুবক
লাশ কাটা ঘরে জাল্লাদটার যেনো
নেই অবসর,নেই অবসর,নেই অবসর।

টুকরো টুকরো করে চলে যুবকের হৃদপিন্ড
ছিন্ন ভিন্ন করে ফেলে প্রেমিকের ভালবাসা।

তুমি ভাললোবাসনি বলে শহর জুড়ে
চলছে অবরোধ,চলছে অবরোধ।

অথচ তুমি কি অবলীলায় না বললে
কেউ ভালবাসেনি কেউ ভালবাসে না।



Credits
Writer(s): Nezamuddin Rony
Lyrics powered by www.musixmatch.com

Link