Nosto Otit

এস্ট্রেতে বাড়ছে ছাই
আঙুলের ফাঁকে সিগারেট পুড়ে যায়
জীবনের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবি আঁকছি
হৃদয়ের তুমিটাকে নিকোটিনে রোজ মারছি।

আধার রাতের নীরবতা কিংবা বৃষ্টির দিনে
কখনও অলস দুঃখের ভিড়ে
আমাকে অনেক বেশী পোড়ায়
আমাকে অনেক বেশী কাঁদায়। (২)

তবুও হাসি মুখে মেতে যায়
তোমাদের ভিড়ের মাঝে।
দুঃখগুলো আড়াল করে বাঁচি
সবাই ভাবে আমি অনেক সুখি
আসলে আমি সুখী নয়
জীবনটা সবটা সুখের অভিনয়।

আমি ভেবে ভেবে স্বপ্ন আঁখি
নতুন সুরে গাইবো যে গান।



Credits
Writer(s): Nezamuddin Rony
Lyrics powered by www.musixmatch.com

Link