Tumi Hina

তোমায় ভেবে রাত থেকে ভোর
হাজারো দিন চলে যায়
দেখতে দেখতে বছর গেলো
তুমি ছিলে শুধুই আমার

দিনের পর দিন গেলো
অবশেষে বুঝতে পেলাম তুমি নেই
রাত হয়ে যায় ভোর
পাইনা তোমার খোঁজ

কতদিন দেখিনা তোমায়
দেখিনা তোমার সেই মিষ্টি হাসি
শুনিনা তোমার সেই বাণী
কতনা বলতে আমায় ভালোবাসি।

তোমার যে ফোনে ভাঙতো আমার ঘুম
ছোট্ট একটি ভুলে সেই চোখে আজ নেই ঘুম
সকাল থেকে রাত্রি যায়
তোমার ফোনের অপেক্ষায়
কিন্তু মাসের পর মাস
পাইনা তোমার কোন আবাস

আকাশের পানে চেয়ে আছি
বৃষ্টি ঝরা অলস বিকেলে
হাজারো স্মৃতি যেন
আমার বৃষ্টি হয়ে ঝরছে

দিনের পর দিন গেলো
অবশেষে বুঝতে পেলাম তুমি নেই
রাত হয়ে যায় ভোর
পাইনা তোমার খোঁজ

কতদিন দেখিনা তোমায়
দেখিনা তোমার সেই মিষ্টি হাসি
শুনিনা তোমার সেই বাণী
কতনা বলতে আমায় ভালোবাসি।



Credits
Writer(s): Nezamuddin Rony
Lyrics powered by www.musixmatch.com

Link