Asha

আমি হাটছি পিছু না ফিরে ছুটছি সুদূর
এ শহর রাত্রিচর পাড়ি দিতে হবে বহুদূর।
এ শহর রাস্তাঘাট অলি গলি নিশ্চুপ
এ শহর আর কাঁদে না এ শহর বহুরূপ।

তবু এই মিথ্যার শহরে
কিছু স্বপ্নিল সুখ থাকে আধাঁরে
অলিক স্বপ্ন গুলো পরগাছা হয়ে বাড়ে।

এই শহরের প্রতিটি জানালায় মিশে ছিল এক রোদ্দুর
এই শহরে ঘনঘটা বর্ষার ডাক ছিল এক সমুদ্দুর
এই পথে হাটি বারেবার ফিরে দেখি
এ শহরে হাহাকার ক্লান্ত সব ঘুম।

আমি খুঁজছি কাকে রাত নিশিতে
কে ডাকছে আমাকে
আমার গায়ে কার গায়ের গন্ধ লেগে আছে।

তবু এই মিথ্যার শহরে
কিছু স্বপ্নিল সুখ থাকে আধাঁরে
অলিক স্বপ্ন গুলো পরগাছা হয়ে বাড়ে।

একাকি রাত তারারা কথা বলে যায়
আমি হাটছি পিছু না ফিরে ছুটছি সুদূর
এ শহর রাত্রিচর পাড়ি দিতে হবে বহুদূর।



Credits
Writer(s): Nezamuddin Rony
Lyrics powered by www.musixmatch.com

Link