Ghumhin Ocheton

ঘুমহীন অচেতন আধাঁরের মাঝে
অপেক্ষায় তোমার স্মৃতিচারণ।
আমি ছিলাম তোমারি মাঝে
তবু করলে কেন বারণ?
হারিয়ে যদি যাবে
তবে কেন আমায় ভাসালে শূন্যতায়?

আমি তোমারই হয়ে থাকতে চাই
জোনাকির আলো হয়ে।
আমি তোমারই হয়ে থাকতে চাই
সুরেই ঝলক হয়ে।
আমি তোমারই হয়ে থাকতে চাই
চাঁদের আলোক হয়ে।
আমি তোমারই হয়ে থাকতে চাই
ফুলের সুবাস হয়ে।

কখনো ভাবিনি,কখনো বুঝিনি
এইভাবে চলে যাবে তুমি।
একাকী হেঁটে যাই,নীরবে নিভে যাই
যদি পেতাম তোমায় একটুখানি।

আমি তোমারই হয়ে থাকতে চাই
জোনাকির আলো হয়ে।
আমি তোমারই হয়ে থাকতে চাই
সুরেই ঝলক হয়ে।
আমি তোমারই হয়ে থাকতে চাই
চাঁদের আলোক হয়ে।
আমি তোমারই হয়ে থাকতে চাই
ফুলের সুবাস হয়ে।



Credits
Writer(s): Nezamuddin Rony
Lyrics powered by www.musixmatch.com

Link