Rater Prohore

রাতের প্রহরে,ঘুমন্ত শহরে
জেগে আছি আমি একা
তোমার স্মরণে।
নিশ্চুপ এই রাতে,ফেলে আসা অতীতে
ফিরে যায় আমি,তোমার স্মরণে।
এমনি করে তুমি,বসে বসে ভাবছো কি?
আমারি মত,পুরনো স্মৃতি।

সময়েই অসময়
তোমাকেই ভাবা হয়।
চোখ বুজে দেখি তবু
খোলা চোখে খুঁজা হয়। (২)

এমনি করে তুমি খুঁজছো আমায় কি?
ক্লান্ত চোখে অপলক দৃষ্টি।

একা একা পথ চলি
এ গলি ও গলি।
মনে মনে বলে যায়
ভালোবাসি তোমায়। (২)

এমনি করে তুমি বলবে আমায় কি
ভালোবাসো আমায় তুমি?



Credits
Writer(s): Nezamuddin Rony
Lyrics powered by www.musixmatch.com

Link