Nei

আমায় খুঁজো না ঘুম বালিশে
অভিযোগের নালিশে
অভিমানের বারান্দায়
আমি আর নেই।

আমায় খুঁজো না রাতের আদরে
ভালবাসার চাদরে
বুকের তাপে আমি আর নেই।
আমি হারিয়ে গেছি তাঁরাদের মিছিলে
অনুযোগের বাহিরে
সম্পর্কের কাটা-ছেড়ায় আমি আর নেই।

আমি নেই সময় অসময়ে
আমি আর নেই।

আমায় খুঁজো না সকালে দুপুরে
রোদ্র-ছায়ায় আমি আর নেই
আমায় খুঁজো না বৃষ্টিতে
মেঘলা আকাশে আমি আর নেই।

আমি হারিয়েছি আধারে
দুঃস্বপ্নের বাহিরে
বিচ্ছেদের বেদনাতে আমি আর নেই।
আমি আর নেই তোমার ঠোঁটেতে
নিঃসঙ্গতার আড়ালে আমি আর নেই।

তুমুল কান্না পেলেও
চোখের পানি শুকিয়ে গেলেও
আমায় আর খুঁজো না আমি নেই।
আমি হারিয়েছি ভুল বোঝাবুঝির বাহিরে
ভালবাসা-বাসিতে আমি আর নেই।

তুমি গুছিয়ে নিও তোমাকে
আমিহীন প্রতিটি মুহূর্তে
অন্য কোন বুকে আমি আর নেই।
তোমার হাসিতে ঠোঁটের খুশিতে
ঝলমলে রোদ্ররে খুঁজে নিও
ব্যাথার পালঙ্কে আমি নেই।

আমি নেই আয়নাতে
অযথা বায়নাতে, আমি আর নেই।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link