Made For Each Other - 1 Min Music

সক্কলেরই প্রিয় জুটি
ঝোলা গুড় আর পাউরুটি
Tom and Jerry-'র খুনসুটি খেলা
ভালোবাসা ভালোলাগায়
আজও মনে গুপী-বাঘা
সুরের তালে দোলে ছোটবেলা

(মহানায়ক) সুচিত্রা
(কোহলি ও) আনুশকা
(নাড়ু গোপাল) heroine-এর অভাব

ভানু মানেই (জহর রায়)
হাসিয়ে সব রোগ সারায়
এরা সবাই made for each other
এভাবে দু'ফিতে ছাপোষা জুটিতে
আদরে ভাসি পাশাপাশি



Credits
Writer(s): Dipangshu Acharya, Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link