O Amar Dorodi

ও আমার দরদী
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না
ও আমার দরদী
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ভাঙা নৌকায় চড়তাম না
আর দূরের পাড়ি ধরতাম না
ওরে নবলোক বাণিজ্যের বেসাত
এই নায়ে বোঝাই করতাম না
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ও আমার দরদী
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ছিল সোনার দাঁড় পবনের বৈঠা
ময়ূরপঙ্খী নাওখানা
ওরে চন্দ্র সুরুজ গলুই ভরি
ফুল ছড়াতো জোছনা
চন্দ্র সুরুজ গলুই ভরি
ফুল ছড়াতো জোছনা
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ও আমার দরদী
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

শনশন শনশন দরিয়াতে উঠে ঢেউ
এই তুফানেতে কেউ গাঙ পাড়ি দিও না
ওরে বিষম দইরার পানি দেইখা
ভয়েতে প্রাণ বাঁচে না
বিষম দইরার পানি দেইখা
ভয়েতে প্রাণ বাঁচে না
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ও আমার দরদী
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা
ওরে মাঝ দরিয়ায় নাও ডুবিলো
উপায় কী তার, বলো না
মাঝ দরিয়ায় নাও ডুবিলো
উপায় কী তার, বলো না
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ও আমার দরদী
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

কলকল ছলছল, করে জল টলমল
আগে চল, আগে চল
নাই বল, তবু চল
ওরে মাঝি, তুই কেন হলি আজ বিমনা?

সামনে নাচে বিজলী লয়ে
কন্যা সোনার বরনা
সামনে নাচে বিজলী লয়ে
কন্যা সোনার বরনা
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ও আমার দরদী
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ভাঙা নৌকায় চড়তাম না
আর দূরের পাড়ি ধরতাম না
ওরে নবলোক বাণিজ্যের বেসাত
এই নায়ে বোঝাই করতাম না
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

ও আমার দরদী
আগে জানলে, আগে জানলে
তোর ভাঙা নৌকায় চড়তাম না

আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link