Monohor

কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে ওঠে, "মনোহর"
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে ওঠে, "মনোহর"

গোধূলির আলোর সোনালি বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়

কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে ওঠে, "মনোহর"

বহুদূর দিগন্তজুড়ে স্বপ্ন ছড়ায়
পিছু ডেকে যায় অস্ফুট কৈশোর
মুছে যাওয়া সেইসব সন্ধ্যা শীতল
আমাদের প্রাণে ডেকে ওঠে, "মনোহর"

কিছুক্ষণ মনোরম তোমারই সাথে
স্বপ্নের ভেলায় দাঁড় ফেলে আঙিনায়

কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে ওঠে, "মনোহর"

গোধূলির আলোর সোনালি বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়

কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে ওঠে, "মনোহর"

আমাদের প্রাণে বেজে ওঠে, "মনোহর"
আমাদের গানে বেজে ওঠে, "মনোহর"
আমাদের প্রাণে বেজে ওঠে, "মনোহর"
আমাদের গানে বেজে ওঠে, "মনোহর"



Credits
Writer(s): Rajat Partha
Lyrics powered by www.musixmatch.com

Link