Bangla Wedding Mashup

প্রিয়া প্রিয়া প্রিয়া
আমায় ব্যাথা দিয়াছে
মনের মাঝে প্রিয়ার নাকি
অন্য কেউ আছে
ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া
আমায় ধোকা দিয়াছে
মনের মাঝে প্রিয়ার নাকি
অন্য কেউ আছে।
অন্য কেউ আছে।
অন্য কেউ আছে।

কত স্বপ্ন দেখাইছিলি
সবই তো কাইরা নিলি
কেনরে তোর মনের মতো
হইতে পারলাম না।
আমিও তো ঘুমাই যাবো
আখিরাতেই তরে চাবো
সেদিন আমায় ফিরাই তুই দিস না।

ওরে হিয়ার মাঝে প্রিয়া আমার
আগের মতোই সেই
তারই প্রতি শুধু আমার
অধিকার আজ নেই
ওরে হিয়ার মাঝে প্রিয়া আমার
আগের মতোই সেই
তারই প্রতি শুধু আমার
অধিকার আজ নেই

প্রেমিকা এত ভালো
বাসবে না তোমায় কেউ
রোজ রাইতে হবে তোমার
চোখেতে কান্নার ঢেউ।
প্রেমিকা এত ভালো
বাসবে না তোমায় কেউ
রোজ রাইতে হবে তোমার
চোখেতে কান্নার ঢেউ।

তুমি আয়না নিয়ে থাকো
তুমি আয়না নিয়ে হাসো
কে তোমায় আজ দেখবে
তাই আয়নাটাতে সাঁজো।
তুমি আয়না নিয়ে থাকো
তুমি আয়না নিয়ে হাসো
কে তোমায় আজ দেখবে
তাই আয়নাটাতে সাঁজো।

প্রিয়ার চলনাতে হাইরে
বুকে কষ্টের ঢেউ
ছিলাম নারে আপন তাহার
ছিলো অন্য কেউ।
ছিলো অন্য কেউ
ছিলো অন্য কেউ
প্রিয়ার চলনাতে হাইরে
বুকে কষ্টের ঢেউ
ছিলাম নারে আপন তাহার
ছিলো অন্য কেউ।

মাইয়া তুই ভালো নারে
তুই ভালো না
আশা দিয়া কেনো রে তুই
করলি চলনা
ও মাইয়া তুই ভালো নারে
তুই ভালো না
আশা দিয়া কেনো রে তুই
কররলি চলনা।

খোদার কাছে নালিশ দেবো
মাইয়ারে তোর নামে
কতো ব্যাথা দিছিস মনে
জানে খোদায় জানে
খোদার কাছে নালিশ দেবো
মাইয়ারে তোর নামে
কতো ব্যাথা দিছিস মনে
জানে খোদায় জানে
কতো ব্যাথা দিছিস মনে
জানে খোদায় জানে
ওরে কতো ব্যাথা দিছিস মনে
জানে খোদায় জানে
সমাপ্ত



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link