এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে

আমার মন বসে না শহরে
ইট-পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

মন বসে না শহরে
ইট-পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

আবার!

এই সাগর-পারে আইসা আমার
মাতাল-মাতাল লাগে
এই রুপ দেখিয়া মন পিঞ্জরায়
সুখের পক্ষী ডাকে

এই সাগর-পারে আইসা আমার
মাতাল-মাতাল লাগে
এই রুপ দেখিয়া মন পিঞ্জরায়
সুখের পক্ষী ডাকে

পারতাম যদি থাইকা যাইতে
এই সাগরের পারে
ঝিনুক মালা গাইথা কাটায়
দিতাম জীবনটা রে

আমার মন বসে না শহরে
ইট-পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

মন বসে না শহরে
ইট-পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

এই নীল জলেতে ভাসায় দেবো
মনের দুঃখ যত
আর জল দিয়া পূরণ করিবো
হাজার শুকনো ক্ষত

এই নীল জলেতে ভাসায় দেবো
মনের দুঃখ যত
আর জল দিয়া পূরণ করিবো
হাজার শুকনো ক্ষত

পারতাম যদি থাইকা যাইতে
এই সাগরের পারে
ঝিনুক মালা গাইথা কাটায়
দিতাম জীবনটা রে

আমার মন বসে না শহরে
ইট-পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

মন বসে না শহরে
ইট-পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে

আরে, তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
আরে, তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে



Credits
Writer(s): Md.rabiul Hossain
Lyrics powered by www.musixmatch.com

Link