Folk Mashup

Uploaded By
OS Prince Ashraf

গুরু ঘহরওও
অহও
অহও, অহও, অহওও

বেদ বিদির পর শাস্ত্র কানা
বেদ বিদির পর শাস্ত্র কানা
আরেক কানাও মন আমার
এসব দেখি কানার হাটবাজার
এসব দেখি কানার হাটবাজার

সব দিয়ে যার সব কেরে নাও
সব দিয়ে যার সব কেরে নাও
তার তো প্রাণে সয় না
তোমার দিলেকি দয়া হয় না
তোমার দিলেকি দয়া হয় না

তোরে মন দিয়া মন দিয়া
আগুন জ্বালায় যে মনে
মনের আগুন মনে জ্বলে রে
আমার মনের আগুন মনে জ্বলে রে

দে দে পাল তুলে মাঝি হেলা করিস না
দে দে পাল তুলে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা

ধন্য ধন্য মেরা
ধন্য ধন্য মেরা সিলসিলা এলো
দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া
দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া

আমি চলতি পথে দুদিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পড়িলাম
আমি গলে পড়িলাম
আমার স্বাদের মালা যায় রে ছিড়ে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

যা দিয়াছো তুমি আমায়
যা দিয়াছো তুমি আমায়
কি দেবো তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
মন মজালে ওরে বাউলা গান

খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমীর গিয়া রে
এত করে ডাকলাম তারে
এত করে ডাকলাম তারে
তবু দেখা পাইলাম না
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না

সমাপ্ত



Credits
Writer(s): Monir Hossin Shorkar
Lyrics powered by www.musixmatch.com

Link