Sopno Amar Kaba

কাবা, আমার কাবা
স্বপ্ন আমার প্রিয় কাবা

স্বপ্ন আমার এই জীবনে কাবার দেখা যেন পাই
মরুর পথে হেঁটে হেঁটে প্রভুর পরশ নিতে চাই
স্বপ্ন আমার এই জীবনে কাবার দেখা যেন পাই
মরুর পথে হেঁটে হেঁটে প্রভুর পরশ নিতে চাই

আঁখি কোণে জমানো জল কাবার ছবি যায় এঁকে
উতলা মন হয় সারাক্ষণ হাজীর কাফেলা দেখে
আঁখি কোণে জমানো জল কাবার ছবি যায় এঁকে
উতলা মন হয় সারাক্ষণ হাজীর কাফেলা দেখে
গভীর ধ্যানে পড়ে থাকি দিবানিশি আমি তাই

স্বপ্ন আমার এই জীবনে কাবার দেখা যেন পাই
মরুর পথে হেঁটে হেঁটে প্রভুর পরশ নিতে চাই

হাজীর বেশে পড়বো নামাজ মিনারের আজান শুনে
পবিত্র সেই ক্ষণের আশায় সদা যাই দিবস গুনে
হাজীর বেশে পড়বো নামাজ মিনারের আজান শুনে
পবিত্র সেই ক্ষণের আশায় সদা যাই দিবস গুনে
এই ভুবনে আমার যে আর বড় কোনো চাওয়া নাই

স্বপ্ন আমার এই জীবনে কাবার দেখা যেন পাই
মরুর পথে হেঁটে হেঁটে প্রভুর পরশ নিতে চাই
স্বপ্ন আমার এই জীবনে কাবার দেখা যেন পাই
মরুর পথে হেঁটে হেঁটে প্রভুর পরশ নিতে চাই



Credits
Writer(s): Shamim Ahmad
Lyrics powered by www.musixmatch.com

Link