Hentechi Swapner Hath Dhorey (Cover)

হেঁটেছি স্বপ্নের হাত ধরে
পেরিয়ে রাত একাকী ভোরে
ডেকেছি কতবার নাম ধরে যে তোমায়
মেলেছি দুই ডানা বৃষ্টিতে
খেয়ালী কোন অনাসৃষ্টিতে
খুঁজেছি অনিবার ডাকে কে আমায়

দাও বলে দাও কোন ঠিকানায়
লিখবো চিঠি, খুঁজবো তোমায়

ও, রেখেছি আজ সংগোপনে
টুকরো স্মৃতি মনের কোণে
ও, রেখেছি আজ সংগোপনে
টুকরো স্মৃতি মনের কোণে

ভেবেছি যতবার তোমাকেই
হারিয়েছে চেনা কথা রেখেই
ভেসেছি আমি যে অন্তহীন তোমাতেই

দাও বলে দাও কোন ঠিকানায়
লিখবো চিঠি, খুঁজবো তোমায়

অচেনা পথ দু'হাত বাড়ায়
উতলা মন আজ কার ইশারায়
ও, অচেনা পথ দু'হাত বাড়ায়
উতলা মন আজ কার ইশারায়

ভেবেছি যতবার তোমাকেই
হারিয়েছে চেনা কথা রেখেই
ভেসেছি আমি যে অন্তহীন তোমাতেই

দাও বলে দাও কোন ঠিকানায়
লিখবো চিঠি, খুঁজবো তোমায়



Credits
Writer(s): Chandrani Ganguly, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link