Jodi Amake Jante

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো, প্রিয়
যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও

এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে
এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে

যদি কখনও দেখতে মন চায় আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোনো নদী দেখে নিও

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও

শাপলা ফোটে যখন ঝিলের জলে
পাখিরা কূজন করে বনতলে
শাপলা ফোটে যখন ঝিলের জলে
পাখিরা কূজন করে বনতলে
মনে করো সে আমার হাসি
সে আমার গান

এখানে ঝর্না যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু'টি হাত বাড়িয়ে
এখানে ঝর্না যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু'টি হাত বাড়িয়ে

যদি কখনও খুঁজতে মন চায় আমার হারাবার ঠিকানা
তবে নিজের হৃদয় তুমি দেখে নিও

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো, প্রিয়
যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও



Credits
Writer(s): Saha Satya, Mazharul Anwar Gazi
Lyrics powered by www.musixmatch.com

Link