Kemon Acho Ma

হৃদয় কোনে দাগ কেটে যায়
হৃদয় কোনে দাগ কেটে যায় পড়লে মনে মাকে
কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?
মাগো, কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?

তোমায় বিনে পানসা লাগে জমকালো এই শহর
বিরহী মন পাহাড় চুয়ে বইছে ব্যথার নহর।
ফজর হলে কে আর আছে
খোকা বলে ডাকে!
কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?
মাগো, কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?

তৃপ্তি ভরে খাওয়ার কথা গেলাম যেন ভুলে
কে দেবে মা তোমার মত লোকমা গালে তুলে!
ফিরনি পায়েশ রেঁধেছ কি
ঘ্রাণ খুঁজে পাই নাকে?
কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?
মাগো, কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?
ও মা, ও মা, ও ও ও মা

তোমায় ছেড়ে থাকতে আমার লাগেনা আর ভালো
কষ্ট পেতে দেখলে কেমন থাকি অগোছালো।
ভাবছ কি মা আমার কথা
কাজের ফাঁকে ফাঁকে?
কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?
মাগো, কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?
হৃদয় কোনে দাগ কেটে যায়
হৃদয় কোনে দাগ কেটে যায় পড়লে মনে মাকে
কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?
মাগো, কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?
মাগো, কেমন আছ মাগো তুমি বলবে কি আমাকে?



Credits
Writer(s): Omar Al Faruque
Lyrics powered by www.musixmatch.com

Link