Priyare

মিথ্যে খুনের দায়ে আমি হলাম যে আজ খুনি
জেলখানাতে বসে বসে ফাঁসিরই দিন গুনি
লোহার তালা মাঝ দরজায়
লোহার তালা মাঝ দরজায়, শক্ত ইটের দেয়াল

প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল

মিথ্যে খুনের দায়ে আমি হলাম যে আজ খুনি
জেলখানাতে বসে বসে ফাঁসিরই দিন গুনি
লোহার তালা মাঝ দরজায়
লোহার তালা মাঝ দরজায়, শক্ত ইটের দেয়াল

প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল

আমার রুমের একটি ছেলে খুন হয়েছিল
খুনের দায়ে পুলিশ এসে আমায় ধরে নিলো
আমার রুমের একটি ছেলে খুন হয়েছিল
খুনের দায়ে পুলিশ এসে আমায় ধরে নিলো

খুনি যারা পেলো ছাড়া
খুনি যারা পেলো ছাড়া, মন্দ আমার কপাল

প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল

কত দিন হয় দেখি না সেই তোমার প্রিয় মুখ
তোমার স্মৃতি মনে করে কেঁদে ভাসাই বুক
কত দিন হয় দেখি না সেই তোমার প্রিয় মুখ
তোমার স্মৃতি মনে করে কেঁদে ভাসাই বুক

বুঝি না যে কখন সন্ধ্যা
বুঝি না যে কখন সন্ধ্যা, কখন হয় সকাল

প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল

মিথ্যে খুনের দায়ে আমি হলাম যে আজ খুনি
জেলখানাতে বসে বসে ফাঁসিরই দিন গুনি
লোহার তালা মাঝ দরজায়
লোহার তালা মাঝ দরজায়, শক্ত ইটের দেয়াল

প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল

মিথ্যে খুনের দায়ে আমি হলাম যে আজ খুনি
জেলখানাতে বসে বসে ফাঁসিরই দিন গুনি
লোহার তালা মাঝ দরজায়
লোহার তালা মাঝ দরজায়, শক্ত ইটের দেয়াল

প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
তোমার প্রতি রেখো তুমি খেয়াল



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf, Mannan Mohammad, Md Jamal Uddin Naser
Lyrics powered by www.musixmatch.com

Link