Jalpaiguri a Song About My City

সূর্য দেখার ভোরে শহর আমার
চোরা বালি দিয়ে ঘেরা শহর আমার
বৃষ্টি ভেজা রাস্তা মনে পরে কি সবার?
তোমার বুকে শান্তি আছে মায়ের কোলের আবার
উষ্ণতাও আছে তোমার তীব্রতায়
শীতল পনাও আছে তোমার নম্রতায়
চল-জলপাইগুড়ি
চল-জলপাইগুড়ি
চল-জলপাইগুড়ি
জলপাইগুড়ি
জলপাইগুড়ি

মন খারাপের দিন সবার আসে
মেডিসিন বা উপায় বলে চলো তিস্তার ঘাটে
জুবিলি পার্কেই বসে আড্ডা
চায়ের চুমুকে ফিরে পাবার স্বাধীনতায়
দুর্গা পুজোয় আমার সন্ধানী
বিছরে যাওয়া বন্ধুদের মিলন গামি
কালী পুজোতে সবার সেরা
যুব মঞ্চেই ঘোরাফেরা
দল বেধে চল লাটাগুড়ি
আমরাই হবো
আমরাই হবো
লাটাই ছারা ঘুড়ি
লাটাই ছারা ঘুড়ি

অন্য শহর ডাকছি তোমায়... রইল নিমন্ত্রণ
এসো আমার শহর ঘুরে দেখো আমাদের করো আপন
অন্য শহর ডাকছি তোমায়... রইল নিমন্ত্রণ
এসো আমার শহর ঘুরে দেখো আমাদের করো আপন
আছে জলদাপাড়া
আছে গরুমারা
আছে ময়নাগুড়ি
আছে ঐতিজ্য ঘেরা
আমার শহর খানি

আমাদের শহরে ছিল দেবী চৌধুরানী
আশেপাশে চা-বাগান মোন-মাতানী
সিংহ দুয়ারের পাশে স্পোর্টস কমপ্লেক্স
এন্টারটেইনমেন্ট যদি চাও আছে সিনিপ্নেক্স
আছে তিস্তা উদ্যান সবুজের টান
শহরের রানী তুমি
তোমায় সেলাম
সকল জাতী, সকল ধর্ম
নির্বিশেষে আমারা একক
We Are The Off The End
Rocking You check

কি দিতে পারি, কি দিতে পারি
আমাদের মনে গড়া শুধুই শহর খানি
কিছু স্মৃতি কিছু... কিছু আলসে ঘেরা
তোমাদের কাছে পূর্ণ মনে
আমাদের ভরা
জলপাইগুড়ি
জলপাইগুড়ি
জলপাইগুড়ি
জলপাইগুড়ি
জলপাইগুড়ি
জলপাইগুড়ি
জলপাইগুড়ি
জলপাইগুড়ি



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link