Anondo Dao

আনন্দ দাও আমাদের ফুলে
বসন্ত নব গানে
ব্যাকুল কোরো না
দূরের ফসল ঘ্রাণে আমায়
ব্যাকুল করো না
বসন্তকে গাইতে দিয়ো গান

আনন্দ দাও আমাদের ফুলে
বসন্ত নব গানে

আনন্দ দাও সাদা জবায়
দিনের হাসি, রোদের কিরণ
এসব বলো কে চায়
আনন্দ দাও সাদা জবায়
রাতের ছায়া, অজানা ভয়
যেমন ডাকে আমায়

আনন্দ দাও ভ্রমর গুঞ্জনে
আনন্দ দাও ভ্রমর গুঞ্জনে
গাছের ছায়ায় তারা ঘুরে ঘুরে খেলে

আনন্দ দাও আমাদের ফুলে
বসন্ত নব গানে

আনন্দ দাও পাখিদের ছুটে চলায়
ডানার গানের শব্দ ছাপায়
ভ্রমর দলের ছায়ার গুঞ্জনে
আনন্দ দাও পাখিদের ছুটে চলায়
ডানার গানের শব্দ ছাপায়
ভ্রমর দলের ছায়ার গুঞ্জনে

উল্কা ছুটে আসে আকাশ চিরে
নীল মেঘ ছুঁয়ে হয় বোকা দিশেহারা
উল্কা ছুটে আসে আকাশ চিরে
নীল মেঘ ছুঁয়ে সে থির হয় মধ্যগগনে

আনন্দ দাও আমাদের ফুলে
বসন্ত নব গানে
ব্যাকুল করো না
দূরের ফসল ঘ্রাণে আমায়
ব্যাকুল করো না
বসন্তকে গাইতে দিয়ো গান



Credits
Writer(s): Anirudha Anu
Lyrics powered by www.musixmatch.com

Link