Jakhan Emon Hoy

যখন এমন হয়
জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা
ভাবি গঙ্গায় ঝাঁপ দিই
রেলের লাইনে মাথা রাখি

কে যেন হঠাৎ বলে
"আয়, কোলে আয়
আমি তো আছি, ভুললি তা কি?"
মা গো, সে কি তুমি?
সে কি তুমি?

লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা
স্বজনের কটু গঞ্জনা
লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা
স্বজনের কটু গঞ্জনা
দিনরাত শুনে শুনে
যখন সারাটা গায়ে আগুন জ্বলে

কে যেন হঠাৎ বলে
"আয়, কোলে আয়
আমি তো আছি, ভুললি তা কি?"
মা গো, সে কি তুমি?
সে কি তুমি?

যখন ভালোবাসা বহু পথ ঘুরে
চলে যায় দূর থেকে দূরে
যখন ভালোবাসা বহু পথ ঘুরে
চলে যায় দূর থেকে দূরে
বন্ধুর দরজাতে
যত কিছু করাঘাত, যায় বিফলে

কে যেন হঠাৎ বলে
"আয়, কোলে আয়
আমি তো আছি, ভুললি তা কি?"
মা গো, সে কি তুমি?
সে কি তুমি?

যখন এমন হয়
জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা
ভাবি গঙ্গায় ঝাঁপ দিই
রেলের লাইনে মাথা রাখি

কে যেন হঠাৎ বলে
"আয়, কোলে আয়
আমি তো আছি, ভুললি তা কি?"
মা গো, সে কি তুমি?
সে কি তুমি, মা গো?
সে কি তুমি?



Credits
Writer(s): Pulak Banerjee, Mrinal Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link