hobena

(কান্না দে, the Destroyer)

আমার প্রতি নিঃশ্বাস
দীর্ঘশ্বাস হয়ে গেল
কবে, কে জানে!
তোমার জন্য অনেক শুভেচ্ছা
যখন তুমি বলো, "সব ঠিক হবে"
(হবে না, হবে না, হবে)

ঘুম নাই, joint টানি
নিজেকে নিজে মারি
আজকে কোনো কাজ হবে না (হবে না, হবে)

টাকা ছাড়াই আরামে আছি
রাখো তোমার কান্না-হাসি
আমি কোনো রবীন্দ্রনাথ না
হাসন রাজার বাড়ি হলো না
লালনের মিলন হলো না
মাহির ভাই solo বাজাল না
ব্লান্ডার-এর album হলো না

হবে না, হবে না, হবে না, হবে না
হবে না, হবে না, হবে না

আমার প্রতি নিঃশ্বাস
দীর্ঘশ্বাস হয়ে গেল
কবে, কে জানে!
তোমার জন্য অনেক শুভেচ্ছা
যখন তুমি বলো, "সব ঠিক হবে"
(হবে না, হবে না, হবে?)

ঘুম কই? joint বানাই
নিজের মতো দিন চালাই
আজকে কোনো কাজ হবে না
(হবে না, হবে)

ঘুম কই? joint টানি
নিজের কাছে নিজেই হারি
আজকে কোনো কাজ হবে না
(হবে না, হবে)

সবকিছু ছেড়ে শুধু তোমাকে নিয়েই হতো
(তোমাকে নিয়েই হবে না, হবে)
কোথাও দূরে ভেগে যেতে পারতাম
(হবে না, হবে)
(এখন founding titan নিয়ে Eren Yeager এর মতো
সবাইরে মাটির সাথে পিষে ফেললাম)

হাসন রাজার বাড়ি হলো না
লালনের মিলন হলো না
মাহির ভাই solo বাজালো না
ব্লান্ডার-এর album হলো না
(হবে না, হবে না, হবে না, হবে না)
(হবে না, হবে না, হবে না)

হাসন রাজার বাড়ি হলো না
লালনের মিলন হলো না
আফিম এর নিঃশ্বাস আইলো না
কান্না দে মানুষ হলো না
(হবে না, হবে না, হবে না, হবে না)
(হবে না, হবে না, হবে না)
(হবে না, হবে না)
(হবে না)

তুমি যখন বললা, "পৃথিবী মরে যাবে"
আরে আপু, সে তো মরে গেছে
আমার প্রতি নিঃশ্বাস
দীর্ঘশ্বাস হয়ে গেল
কবে, কে জানে!

এখন যেন আমিও মাঝে মাঝে বলি
যে সব ঠিক হবে
(হবে না, হবে না, হবে)
এখন আমিও মাঝে মাঝে বলি
যে সব ঠিক হবে
(হবে না, হবে না, হবে)
(হবে না, হবে না, হবে)



Credits
Writer(s): Sinjan Saadat
Lyrics powered by www.musixmatch.com

Link