Aaslo Pujo

আসছে পুজো ঢাকের বোলে, বাজছে কাঁসর ঘন্টা
কাশের বনে ঢেউয়ের দোলে হচ্ছে উদাস মনটা
কুমোর বাড়ি সারি সারি দূর্গা মায়ের মূর্তি
মণ্ডপে রঙ, সাজছে পাড়া, বাংলা জুড়ে ফুর্তি

আসলো পুজো দূর্গা মায়ের, আসলো শারদীয়া
তোমায় মাগো বরণ করি মঙ্গল আলোক দিয়া
ধর্ম যার যার, তুমি সবার দশভুজা মা
থাকবো সবাই মিলেমিশে, আর কিছু চাই না

মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, ও দূর্গা মা

পুজোর সময় পাড়ার ঠেকে জমবে তুমুল আড্ডা
চায়ের কাপে উঠবে তুফান, কোথায় কে ভোকাট্টা
কার সাথে কার কোথায় appo, কে যে কোথায় যাচ্ছে
সারা রাতে ঠাকুর দেখা, কে কবে টের পাচ্ছে

ষষ্ঠী দিনে বোধন হবে কলা বৌয়ের স্নানে
সপ্তমীতে কাটবে সকাল আড্ডা এবং গানে
ধর্ম যার যার, তুমি সবার দশভুজা মা
থাকবো সবাই মিলেমিশে, আর কিছু চাই না

মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, ও দূর্গা মা

পাশের পাড়ার জয়ের পিছে পুজোয় টিনা উড়বে
আমার নতুন গাড়ির সিটে জয়ের বোনই ঘুরবে
ফিটিং-ফটাং সবকিছু ভাই মাসখানেকের ধাক্কা
চিলি চিকেন, হালকা সুরা, মিক্স চাওমিন হাক্কা

অষ্টমীতে সন্ধি পুজো, সকালে অঞ্জলি
ভোগ প্রসাদে দুপুর বিকেল বন্ধ পাড়ার গলি
ধর্ম যার যার, তুমি সবার দশভুজা মা
থাকবো সবাই মিলেমিশে, আর কিছু চাই না

মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, ও দূর্গা মা

পূজোর আগে হঠাৎ দেখি আমার দিকে ঝুঁকলো
আমার পাড়ার মুখচোরা মেয়ে হাতে কাগজ গুঁজলো
খুলে দেখি লিখেছে সে, "প্রেম কি চাকায় বন্দী?
আমার সাথে থাকবে পুজোয় তোমায় যদি মন দিই?"

মা, ও মা
ও মা, ও মা

নবমীতে বিষাদ নিশি, মায়ের যাওয়ার সুর
দশমীতে বিদায়, মাগো, মনমরা রোদ্দুর
নবমীতে বিষাদ নিশি, মায়ের যাওয়ার সুর
দশমীতে বিদায়, মাগো, মনমরা রোদ্দুর

ধর্ম যার যার, তুমি সবার দশভুজা মা
থাকবো সবাই মিলেমিশে, আর কিছু চাই না

মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, ও দূর্গা মা

অনেক ভেবে ঠিক করেছি কথাটা ওর রাখবো
মনের সাথে মনের মিলন, প্রেম সোহাগে মাতবো
বলবো ওকে, "চলো দাঁড়াই ভুবনডাঙা নদীর কাছে
ভালোবাসার নদীতে আজ ডুববো দু'জন, ইচ্ছে আছে"

মায়ের চলে যাওয়ার পরে বুকটা হু হু করে
এবার মাগো অনেক পেলাম জীবনের অক্ষরে
ধর্ম যার যার, তুমি সবার দশভুজা মা
থাকবো সবাই মিলেমিশে, আর কিছু চাই না

মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা

মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, দূর্গা মা
মাগো মা, ও দূর্গা মা



Credits
Writer(s): Durbadal Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link