E Porobase Robe Ke

এ পরবাসে রবে কে হায়!
এ পরবাসে রবে কে হায়!
কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে
এ পরবাসে রবে কে হায়!

হেথা কে রাখিবে দুখভয়সঙ্কটে
হেথা কে রাখিবে দুখভয়সঙ্কটে
তেমন আপন কেহ নাহি
এ প্রান্তরে হায় রে

এ পরবাসে রবে কে হায়!



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link