Mori O Kahar Bachha

মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়
আহা ঐ করুণ চোখে ও কাহার পানে চায়
মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়
আহা ঐ করুণ চোখে ও কাহার পানে চায়
মরি ও কাহার বাছা

বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে
আঁখি জলে ভাসে, এ কী দশা হায়
বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে
আঁখি জলে ভাসে, এ কী দশা হায়
এ বনে কে আছে, যাব কার কাছে
কে ওরে বাঁচায়

মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়
আহা ঐ করুণ চোখে ও কাহার পানে চায়
মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়
আহা ঐ করুণ চোখে ও কাহার পানে চায়
মরি ও কাহার বাছা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link