Ke Sobar Mul

ঝলমলে তারা জ্বলে ফুটে কত ফুল
অনিয়ম নেই কারো নেই কোনো ভুল।
চন্দ্র ও কথা শুনে
মাস বলে গুনে গুনে
কার ইশারায় চলে কে সবার মূল

অতল সাগর মাঝে আছে কত মাছ
সবুজের সমারোহ ফলে ভরা গাছ।
কে ঝরায় বৃষ্টি
কে দিলো দৃষ্টি
কে ধরায় কাঁটা গাছে সুস্বাদের কুল

কার ইশারায় রোজ সন্ধ্যা আসে
স্নিগ্ধ শিশির কণা দূর্বা ঘাসে।

কার ইশারায় হাসে রবি প্রতিদিন
কার মহিমায় বাঁচে পশু-পাখি জ্বীন।
বৃক্ষ পাহাড় বনে
চেয়ে থাকি আনমনে
কার প্রেমে আছে সব ধ্যানে মশগুল



Credits
Writer(s): Yakub Al Hossain
Lyrics powered by www.musixmatch.com

Link