Rocky Bhai

বিন্দাস buffet stall, রকির ঠোঁটে smile
আশেপাশে ঘুরছে কত miniskirt-এর মামণি
চড়া লাল lipstick, figure-টা रापचिक
রকির বুকে বাজে প্রেম-পিরিতের symphony

ढीन्चक রঙিন mood, একাই রবিন হুড
সাবধান, গরম হলে ক্যালাবে hi-fi

রকি ভাই, রকি ভাই, রকি ভাই
ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁও
রকি ভাই, রকি ভাই, রকি ভাই
ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁও

ঢুলু ঢুলু ইশারায় বান্ধবী বেপাড়ায়
মজে মন, খোঁজে কোন ঠিকানা
অলিগলি কিনারায় public চমকায়
জানে না কি আমার নিশানা

ও, ঢুলু ঢুলু ইশারায় বান্ধবী বেপাড়ায়
মজে মন, খোঁজে কোন ঠিকানা
অলিগলি কিনারায় public চমকায়
জানে না কি আমার নিশানা

রকি ভাই, রকি ভাই, রকি ভাই
ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁও
রকি ভাই, রকি ভাই, রকি ভাই
ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁও

এই!
ব্যাটা, dance তো খুব ভালোই করিস!
আমার সঙ্গে পা মেলাবি?
চল, ভালো করে পা মেলা!
নইলে ব্যাটা, মারবো এখানে
লাশ পড়বে শ্মশানে
One, two
One, two, three, four!

আড্ডাবাজিতে rock, disco নাচার ছক
পায়ে পায়ে নেচে যাই হাত ধরে
আঁটঘাট বাঁধা মন, मस्ती সারাক্ষণ
নেশাতুর রাত কাটে হুল্লোড়ে

আড্ডাবাজিতে rock, disco নাচার ছক
পায়ে পায়ে নেচে যাই হাত ধরে
আঁটঘাট বাঁধা মন, मस्ती সারাক্ষণ
নেশাতুর রাত কাটে হুল্লোড়ে

রকি ভাই, রকি ভাই, রকি ভাই
ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁও
রকি ভাই, রকি ভাই, রকি ভাই
ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁও

রকি ভাই, রকি ভাই, রকি ভাই
ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁও
রকি ভাই, রকি ভাই, রকি ভাই
ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁ-ট্যাঁ ট্যাঁও



Credits
Writer(s): Jeet Ganguly, Raja Chanda
Lyrics powered by www.musixmatch.com

Link