Koto Chena Mukh

কত চেনা মুখ মুখোশে হারায়
কত চেনা মুখ মুখোশে হারায়
অচেনা জীবন, পথ
অচেনা জীবন, পথ
দু'হাত বাড়ায়

কত চেনা মুখ মুখোশে হারায়
ও, কত চেনা মুখ মুখোশে হারায়

যায় হারিয়ে যায় স্মৃতি বালিকার
সময় নায়ক আর লোভ নায়িকা
যায় হারিয়ে যায় স্মৃতি বালিকার
সময় নায়ক আর লোভ নায়িকা

পড়ে থাকে পথ পায়ে
পড়ে থাকে পথ পায়ে
সন্ধ্যা ঘনায়

কত চেনা মুখ মুখোশে হারায়
কত চেনা মুখ মুখোশে হারায়

ধূসর আকাশ যায় সাক্ষী হয়ে
আপসেই জীবন শুধু চলেছে বয়ে
ধূসর আকাশ যায় সাক্ষী হয়ে
আপসেই জীবন শুধু চলেছে বয়ে

দিন শেষে রাত, চাঁদ
দিন শেষে রাত, চাঁদ
কাস্তে শানায়

কত চেনা মুখ মুখোশে হারায়
ও, কত চেনা মুখ মুখোশে হারায়



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link