Amar Kachhe

আমার কাছে রাখলে তুমি
সে এক অবুঝ বায়না
আমার কাছে রাখলে তুমি
সে এক অবুঝ বায়না
মেঘ চাও না রোদের কিরণ
চাইলে আকাশ আয়না
সে এক অবুঝ বায়না

আমার কাছে রাখলে তুমি
সে এক অবুঝ বায়না
মেঘ চাও না রোদের কিরণ
চাইলে আকাশ আয়না
সে এক অবুঝ বায়না

আমার কাছে রাখলে তুমি
সে এক অবুঝ বায়না

কেমনে দেবো আকাশ এনে
ভাবনা কেবল পিষে
দীর্ঘশ্বাসে কষ্ট আমার
কক্ষপথে মিশে

ও, কেমনে দেবো আকাশ এনে
ভাবনা কেবল পিষে
দীর্ঘশ্বাসে কষ্ট আমার
কক্ষপথে মিশে

হাত বাড়িয়ে আকাশ খুঁজি
হাত বাড়িয়ে আকাশ খুঁজি
আকাশ আমার হয় না
সে এক অবুঝ বায়না

আমার কাছে রাখলে তুমি
সে এক অবুঝ বায়না

তোমার চোখে অশ্রু জমে
আমার দু'চোখ নদী
পেখম ছড়ায় স্বপ্নগুলো
আকাশ হতাম যদি

তোমার চোখে অশ্রু জমে
আমার দু'চোখ নদী
পেখম ছড়ায় স্বপ্নগুলো
আকাশ হতাম যদি

আমি আকাশ আয়না তোমার
আমি আকাশ আয়না তোমার
এমন কেন হয় না
সে এক অবুঝ বায়না

আমার কাছে রাখলে তুমি
সে এক অবুঝ বায়না
মেঘ চাও না রোদের কিরণ
মেঘ চাও না রোদের কিরণ
চাইলে আকাশ আয়না
সে এক অবুঝ বায়না

আমার কাছে রাখলে তুমি
সে এক অবুঝ বায়না

সে এক অবুঝ বায়না
সে এক অবুঝ বায়না



Credits
Writer(s): Kundan Saha
Lyrics powered by www.musixmatch.com

Link