Ami Doure Berai

আমি দৌড়ে দৌড়ে দৌড়ে বেড়াই
হারিয়ে ফেলি প্রিয় মুখটাই
তুমি কেমন আছো জানতে ইচ্ছা হয়
তুমি এখনো কি সময় অসময়
উলটে ফেলো তোমার ashtray-টাই?

তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়

আমি খুঁজে খুঁজে খুঁজে ফিরি
কেন মনজুড়ে এত হাহাকার
আমি কোথাও রাখিনি কোনো ঠাঁই
তাই হারিয়ে ফেলেছি জীবন

তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই



Credits
Writer(s): Sayeem Joy
Lyrics powered by www.musixmatch.com

Link