Shonali Shedin Fele Eshechi

সোনালী সেদিন ফেলে এসেছএসেছি
ওই নদীটির তীরে
সোনালী সেদিন কংকাল হয়ে হয়ে
ভেষে গেছে তার জ্বলে।

আসবে না জানি কোনদিন
আর ফিরেও কোনকালে
ঠিক ধীরে ধীরে সে হারিয়ে গেছে
সময়ের দাবানলে

সোনালী সেদিনে শিশুদের
দের
কত উচ্ছাস ছিলো মনে
মাঠ ভরা ছিলো কচিকাচাদের
কিচির মিচির গানে।

সোনালী সেদিন ফেলে এসেছএসেছি
ওই নদীটির তীরে

সোনালী সেদিনে যন্ত্রদা্রদানব
ছিলো হাতে গোনা কিছু
আজকে পৃথিবী যান্ত্রিক বড়
যন্ত্র ছাড়ে না পিছু।

সোনালী সেদিনে শহরের পথর পথে
কাব্যিক হতো মন
আজকে নগর রাজপথে জ্যাম
অস্থির প্রতিক্ষন।

সোনালী সেদিন মনে করে যরে যারা
হয়ে যাও উদাস এখন!
তোমাদের কি মনে পরে আর
মেঘ, বৃষ্টি, প্লাবন?

সেই যে গ্রামের হাট থেকে ফেরা হেটে যাওয়া পথচারী
সূর্যডোবার আগে বাড়ি ফেরা
হাতে ব্যাগ সারাসারী।

সেই যে নদীটি ক্ষরস্রোতা
ঢেওয়ে ঢেও অবিরাম
কচিকাচা ছেলে কত আয়োজন
সেথায় দিতো যে ঝাপ?

আরো কত স্মৃতি ফেলা আসা
সেদিনেই রয়ে গেছে
সোনালী সেদিন ফেলে এসেছএসেছি
ওই নদীটির তীরে

সোনালী সেদিন ফেলে এসেছএসেছি
ওই নদীটির তীরে
সোনালী সেদিন কংকাল হয়ে হয়ে
ভেষে গেছে তার জ্বলে।



Credits
Writer(s): Shafi Mawla
Lyrics powered by www.musixmatch.com

Link