Kotha Kow

কথা কও, কও কথা
থাকিও না চুপ করে

কথা কও, কও কথা
থাকিও না চুপ করে
মৌন গগনে হের কথার বৃষ্টি ঝরে
থাকিও না চুপ করে

ধীর সমীরণ নাহি যদি কহে কথা
ফোটে না কুসুম, নাহি দোলে বনলতা
ধীর সমীরণ নাহি যদি কহে কথা
ফোটে না কুসুম, নাহি দোলে বনলতা
কমল মেলে না দল, যদি ভ্রমর না গুঞ্জরে
থাকিও না চুপ করে

শোন কপোতীর কাছে কপোত কী কথা কহে
পাহাড়ের ধ্যান ভাঙি মুখর ঝর্ণা বহে
আমার কথার লঘু মেঘগুলি হায়
জমে হিম হয়ে যায় তোমার নীরবতায়
আমার কথার লঘু মেঘগুলি হায়
জমে হিম হয়ে যায় তোমার নীরবতায়
এসো আরো কাছে এসো কথার নূপুর পরে
থাকিও না চুপ করে

কথা কও, কও কথা
থাকিও না চুপ করে
মৌন গগনে হের কথার বৃষ্টি ঝরে
থাকিও না চুপ করে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link