Jhorer Dawle

নমস্কার, আমি নচিকেতা
আজকে আমাদের দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে
যে আমরা একটা পারিবারিক চড়ুইভাতিতে এসেছি, কিন্তু না
আজকে আমরা একটা গানের recording করতে এসেছি
এই গানটা অনির্বাণ লিখেছে, সুর করেছে তূণীর
এবং আমি তো গাইছিই
আমার সাথে, আমার সবথেকে প্রিয় singer
যাকে আমি খুব পছন্দ করি
সুদেষ্ণা আছে, আরও আছে, আছে কুট্টি, আছে মান্টি
দেখা যাক গান কেমন হয়

আয় আয় ঝড়ের দলে
আয় আয় ঝড়ের দলে
যেন ঠিক আমার আদলে
যাবি কি আকাশ ঝেঁপে দু'হাত সঁপে সমান্তরালে
(আয় আয় রে)
আয় আয় ঝড়ের দলে

আয় আয় ব্যাকুল ঝরনা
জলে আজ ঝাঁপিয়ে পড় না
দ্বিগুণ এই বিপদ চিনে নিজের দিনে সমতলে
আয় আয় রে

আয় আয় ঝড়ের দলে
আয় আয় ঝড়ের দলে
ঠিক যেন আমার আদলে
আয় আয় ঝড়ের দলে

আরে অনি, কী লিখেছিস রে! হ্যাঁ!
সমান্তরালে? ভাবা যায়?
তুই আমার ভাত কাড়বি মনে হচ্ছে
হ্যাঁ গো, একটা শব্দই ঢুকতো ওখানে "চরণতলে"
তুই চুপ কর, ইয়ার্কি মারিস না

আর তূণীর কিন্তু এটা প্রথম সুর হিসেবে
জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ? (অসাধারণ!)
তোমার থেকেই তো শেখা সমস্ত রাস্তাগুলো
তুই চুপ কর, বেশি কথা বলিস না
চল, অন্তরায় আয়

টুপটুপ বিন্দুগুলো পদ্ম পাতাতে
ছুপছুপ ওরা যে সব গোপন আঁতাতে
টুপটুপ বিন্দুগুলো পদ্ম পাতাতে
ছুপছুপ ওরা যে সব গোপন আঁতাতে
আমার কাছে যেন কোনো নিলাম হেঁকেছে
যেভাবে হঠাৎ বৃষ্টি আকাশ বেছেছে
কতটুকু হারিয়ে বলো কতটা পেলে (আয় আয়)

আয় আয় ব্যাকুল ঝরনা
জলে আজ ঝাঁপিয়ে পড় না
দ্বিগুণ এই বিপদ চিনে নিজের দিনে সমতলে
আয় আয় ঝড়ের দলে

আমার নিজের মুখে বলাটা ঠিক হবে না
যেহেতু বুড়ি আমার, মানে, সুদেষ্ণা আমার খুব close
আমি সুদেষ্ণার মতো competent singer খুব কম দেখেছি
বুঝলি, অনি, তুই খুব ভাগ্যবান, যে এরকম একটা বউ পেয়েছিস (হ্যাঁ গো)
মানে, ভাগ্য না দুর্ভাগ্য বোঝা যাচ্ছে না (আচ্ছা আচ্ছা)
ওইটা কি একটা লাইন লেখা যেতে পারে?
সেটা ওর ব্যাপার, আমি জানি না
বাড়িতে ঢুকতে পারবি তো?
চল তূণীর (হ্যাঁ), second অন্তরা
চলো

কুলকুল নদীর দু'কূল সুরের সাগরে
লালে লাল পলাশ দিয়ে নিজের আখরে
কুলকুল নদীর দু'কূল সুরের সাগরে
লালে লাল পলাশ দিয়ে নিজের আখরে
নতুন কোনো গানের ভাষা জীবন পেয়েছে
আকাশের লজ্জা ঢাকা মেঘ হয়েছে
কত স্মৃতি ভেজা থাকে কাজল এড়ালে (আয় আয়)

আয় আয় ব্যাকুল ঝরনা
জলে আজ ঝাঁপিয়ে পড় না
যাবি কি আকাশ ঝেঁপে দু'হাত সঁপে সমান্তরালে (আয় আয়)
আয় আয় ঝড়ের দলে
আয় আয় ঝড়ের দলে
ঠিক যেন আমার আদলে
আয় আয় ঝড়ের দলে
আয় আয় রে



Credits
Writer(s): Anirban Misra, Tunir Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link