Sunsilk the Pujo Song

রঙবেরঙের কথা ডাক দিলো গানে গানে
পার করে পরবাস এই আগমনীর টানে

কফিতে আলাপে এক হয়ে একসাথে
এই friendship চায় হুল্লোড় এই হাতে হাত রেখে
শরৎ রোদ্দুরে উড়বো হারানো সুরে
পুজোর এই আঙ্গিনায়

আরে, ভালো কইরা বাজাও গো, ঢাকুয়া
সুন্দরী কমলা নাচবে সাথে
বাঁধিয়া কোমর, জমিয়ে আসর
সুন্দরী কমলা নাচবে সাথে

ভালো কইরা বাজাও গো, ঢাকুয়া
সুন্দরী কমলা নাচবে সাথে
বাঁধিয়া কোমর, জমিয়ে আসর
সুন্দরী কমলা নাচবে সাথে

অঞ্জলির আড়ালে যখনই তুমি তাকালে
ও, অঞ্জলির আড়ালে যখনই তুমি তাকালে
পুজোতে ক'টা দিনে মুঠোতে আছে plan
বোধনে শুধু করে নবমী অভিযান

হোক সিঁদুর খেলা, আজ দশমী এলো ছন্দে
মা আসবে আবারও সেই পুজো পুজো গন্ধে
শরৎ রোদ্দুরে উড়বো হারানো সুরে
পুজোর এই আঙ্গিনায়

আরে, ভালো কইরা বাজাও গো, ঢাকুয়া
সুন্দরী কমলা নাচবে সাথে
বাঁধিয়া কোমর, জমিয়ে আসর
সুন্দরী কমলা নাচবে সাথে

ভালো কইরা বাজাও গো, ঢাকুয়া
সুন্দরী কমলা নাচবে সাথে
বাঁধিয়া কোমর, জমিয়ে আসর
সুন্দরী কমলা নাচবে সাথে

বলো দুগ্গা মাঈকি জয়
বলো দুগ্গা মাঈকি জয়
বলো দুগ্গা মাঈকি জয়
বলো দুগ্গা মাঈকি জয়



Credits
Writer(s): Subhadeep Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link